হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে মহড়া: এবার যুবলীগ নেতাসহ ১২ জনকে আসামি করে পাল্টা মামলা

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার পাল্টা মামলা করেছেন জেলা ছাত্রলীগের সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার। মামলায় ভুক্তভোগী যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার বড় ভাই ব্যবসায়ী ইমরান হাসান ডনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে শ্রীপুর মডেল থানায় মামলাটি করা হয়।

একই ঘটনায় ১ সেপ্টেম্বর যুবলীগের ওই নেতার মা রেখা রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর এ পর্যন্ত ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে বাস ভাড়া করার উদ্দেশ্যে বাদীর কাছ থেকে আমার ছেলে (ছাত্রলীগ নেতা) নাসির মোড়ল নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। যুবলীগ নেতা আজিজুর রহমান জন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের গাড়ি ভাঙচুর করে গাড়ি থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার সেন্টারে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের নির্দেশে হামলা করা হয়েছে—এ ঘটনায় দ্রুতবিচার আইনে মামলার পর চারজন গ্রেপ্তার হয়েছে। ছাত্রলীগ নেতা নাসির মোড়ল তার দোষ আড়াল করতে এই কাউন্টার মামলা দায়ের করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০