হোম > সারা দেশ > গাজীপুর

শাশুড়ির পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় গৃহবধূর চোখে আঘাত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ শাশুড়ির কথামতো ভোট না দেওয়ায় উপজেলার বোয়ালী ইউনিয়নের তালগাছিয়া এলাকায় গৃহবধূর চোখে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আহত ওই গৃহবধূর নাম আমেনা খাতুন। 

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমেনা খাতুনের সৎ শাশুড়ি জনুপা সুরুজ মিয়া নামের এক মেম্বার প্রার্থীকে ভোট দিতে বলেন। কিন্তু আমেনা খাতুন সুরুজ মেম্বারকে ভোট না দিয়ে আলী হোসেন নামের অন্য এক মেম্বার প্রার্থীকে ভোট দেন। এ খবর পেয়ে ক্ষিপ্ত হন সৎ শাশুড়িসহ অন্যরা। এর জেরে গত বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে সৎ শাশুড়ি পাশে থাকা একটি টিনের খণ্ড দিয়ে আমেনা খাতুনের বাম চোখে আঘাত করেন। এতে আমেনা খাতুনের চোখ বেয়ে রক্ত ঝড়তে থাকে। খবর পেয়ে আহত আমেনার স্বামী ও প্রতিবেশীরা মিলে তাঁকে উদ্ধার করে গাজীপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

আহত আমেনা খাতুনের স্বামী শাহাবুদ্দিন বলেন, ‘আমার সৎ মাসহ পরিবারের অধিকাংশ সদস্য সুরুজ মেম্বারের পক্ষে নির্বাচন করে। তাঁদের কথা মতো ভোট না দেওয়ায় আমার স্ত্রীকে হত্যার উদ্দেশে চোখে টিনের একটি খণ্ড দিয়ে আঘাত করা হয়েছে। এতে চোখের মণির মারাত্মক ক্ষতি হয়েছে।’ 

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার বলেন, ‘ভোটকে কেন্দ্র করে গৃহবধূকে টিন দিয়ে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’   

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত