টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টঙ্গী বাজার এলাকা থেকে পুলিশ এই মরদেটি উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার দে বলেন, সোমবার সকালে তুরাগ নদের উপর নির্মিত টঙ্গী–আব্দুল্লাহপুর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি মাদক সেবন করতেন বলে ধারণা করছে পুলিশ।
এসআই উত্তর আরো জানান, মরদেহটির পাশ থেকে কয়েকটি আংটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।