হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে একদিনে রেকর্ড ৪০৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, গাজীপুর (ঢাকা)

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৬৮ দশমিক ৯৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৭ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মার গেছেন ২ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৪০ জন। আজ রোববার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনের জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগের ৫৮৭টি নমুনাসহ মোট ১ হাজার ৬৫ জনের করোনা পরীক্ষা করে হয়। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৮১ জন।

নতুন করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরের ১৯০ জন, কালিয়াকৈরের ৬৮ জন, কাপাসিয়ার ৬৮ জন এবং কালীগঞ্জের ১৮ জন এবং শ্রীপুরের রয়েছেন ৫ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৮৪ জনের। তাঁদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৪৭ জন।

এখন পর্যন্ত গাজীপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫০৯ জন, শ্রীপুরে ২ হাজার ৪২২ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯১৪ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৩০ জন, কালীগঞ্জে ১ হাজার ৩৭২ জন। জেলার মধ্যে উপজেলা ভিত্তিক বিবেচনায় সবচেয়ে বেশি গাজীপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ