হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কারখানার পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কারখানার পাঁচতলার জানালা দিয়ে নিচে পড়ে নূর মোহাম্মদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় এলএআর স্পোর্টস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

মৃত ওই শ্রমিক সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার বাউলীপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে। টঙ্গী বউ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত নূর মোহাম্মদ ওই কারখানার ফিনিশিং শাখার সহকারী পদে কাজ করতেন। বুধবার সকালে কারখানা কাজে যোগ দেন নূর। পরে বিদ্যুৎ চলে গেলে কারখানার পাঁচতলার জানালার কাছে গিয়ে দাঁড়ান। এ সময় অসাবধানতা বসত জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে কর্তৃপক্ষ ওই দিন কারখানাটিতে ছুটি ঘোষণা করেন।

পুলিশ জানায়, কারখানাটিতে ক্যাপ (টুপি) তৈরি করা হতো। ওই কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করতেন। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভির কোনো ফুটেজ (ভিডিও) পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল (কারখানা) পরিদর্শন করেছে পুলিশ।

কারখানাটির উৎপাদন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘বিদ্যুৎ চলে যাওয়ায় নূর মোহাম্মদ পাঁচ তলার সিঁড়ির পাশে জানালার কাছে যায়। কিছুক্ষণ পর ওপর থেকে পড়ে মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই।’

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মনিরা বেগম বলেন, হাসপাতালে আসার আগেই নূর মোহাম্মদের মৃত্যু হয়। মরদেহের মাথা থেঁতলে ও ডান পা ভেঙে গিয়েছিল।

এ বিষয়ে কারখানা মালিক আলী আকবর বলেন, ‘ঘটনার সময় আমি কারখানায় ছিলাম না। নিহতের স্বজনদের সাথে কথা বলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি।’

এ নিয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব