হোম > সারা দেশ > গাজীপুর

বিস্ফোরণ মামলায় পক্ষাঘাতগ্রস্ত আ.লীগ নেতা কারাগারে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

হারুন খন্দকার। ছবি: সংগৃহীত

বিস্ফোরক মামলায় গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতা হারুন খন্দকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হারুন খন্দকার উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুল হক খন্দকারের ছেলে। তিনি বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

হারুন খন্দকারের স্বজন সাব্বির হোসেন বলেন, গ্রেপ্তার হারুন খন্দকার দীর্ঘ বছর ধরে প্যারালাইসিস রোগী। তিনি একা চলাফেরা করতে পারেন না। দুজনের সহযোগিতায় চলাফেরা করতে হয়। তিনি খুবই অসুস্থ। অসুস্থ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করছে শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে।

জানতে চাইলে ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি হারুন খন্দকারকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অসুস্থতার বিষয়টি আমাদের জানা নেই।’

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা