হোম > সারা দেশ > গাজীপুর

বিস্ফোরণ মামলায় পক্ষাঘাতগ্রস্ত আ.লীগ নেতা কারাগারে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

হারুন খন্দকার। ছবি: সংগৃহীত

বিস্ফোরক মামলায় গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতা হারুন খন্দকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হারুন খন্দকার উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুল হক খন্দকারের ছেলে। তিনি বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

হারুন খন্দকারের স্বজন সাব্বির হোসেন বলেন, গ্রেপ্তার হারুন খন্দকার দীর্ঘ বছর ধরে প্যারালাইসিস রোগী। তিনি একা চলাফেরা করতে পারেন না। দুজনের সহযোগিতায় চলাফেরা করতে হয়। তিনি খুবই অসুস্থ। অসুস্থ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করছে শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে।

জানতে চাইলে ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি হারুন খন্দকারকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অসুস্থতার বিষয়টি আমাদের জানা নেই।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০