হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে নোমান গ্রুপের মালিকানাধীন নাইস ফেব্রিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুতই সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনের চিমনিতে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিম কাজ শুরু করে। এর কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

কারখানার লাইন ইনচার্জ হিরো জানান, কারখানার টিনশেডের ওপরে ময়লার মধ্যে আগুন লেগে যায়। কারখানার নিজস্ব ফায়ার ফাইটার টিম মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন শেডের ওপরের ময়লায় লাগায় দূর থেকে অনেক বড় দেখা গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, কারখানার একটি মেশিনে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা