হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় নিজের নাম ভাঙিয়ে প্রতারণা, ফেসবুকে ইউএনওর সতর্কতামূলক পোস্ট

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। একটি চক্র তাঁর পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে প্রতারণা করছে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর’ ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, ‘প্রিয় কাপাসিয়াবাসী আসসালামু আলাইকুম। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, কে বা কারা উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। সকলকে এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, ‘প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুনেছি, আগের ইউএনও এবং এসি ল্যান্ডের নাম-পরিচয় দিয়েও প্রতারণার ঘটনা ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরুষকণ্ঠের এক ব্যক্তি নতুন ইউএনও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোরশেদ খানের নাম ভাঙিয়ে ফোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। ওই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পরিচয়েও একই কাজ করা হয়। ওই সময়কার এসি ল্যান্ড রুবাইয়া ইয়াসমিনও থানায় ডায়েরি করেছিলেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি