হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ‘শত্রুতার’ আগুনে পুড়ল প্রাইভেট কারসহ গ্যারেজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় আগুনে পুড়েছে একটি প্রাইভেট কারসহ গ্যারেজ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তরগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে তরগাঁওয়ের মো. আমজাদ হোসেনের গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। তাতে তাঁর ব্যবহৃত সাদা রঙের (ঢাকা মেট্রো-গ-১৭-০১৩১) প্রাইভেট কারসহ গ্যারেজটি পুড়ে যায়।

মো. আমজাদ হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তাদের কেউ পরিকল্পিতভাবে কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানায় অভিযোগ করা হবে।’

কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। তবে গ্রামের চাপা ও গাছে ঘেরা রাস্তায় গাড়ি নিয়ে সেখানে পৌঁছাতে দেরি হয়। তাতে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ‘একটি প্রাইভেট কারসহ গ্যারেজে আগুন লাগার ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার