হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি

টঙ্গী: গাজীপুর মহানগরীর পুবাইলে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নির্যাতিতা নারীর মামলার প্রেক্ষিতে আজ বুধবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতা ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত আল আমিন পেশায় একজন কবিরাজ। তিনি পুবাইলের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, দুই সন্তানের জননী ওই নারী তালাকপ্রাপ্তা ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সন্তান না হওয়ায় দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় স্বামীকে ফিরিয়ে আনতে স্থানীয় কবিরাজ আল আমিনের কাছে যান তিনি। স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে ধর্ষণ করেন কবিরাজ আল আমিন। এ সময় ধর্ষণের ভিডিও গোপনে ধারণ করে রাখা হয়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা বলে কয়েকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন আল আমিন। ঘটনার কয়েক মাস পর থানায় গিয়ে মামলা করেন নির্যাতিতা ওই নারী।

নির্যাতনের শিকার ওই নারী বলেন, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।   

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ধর্ষণের শিকার নারীর মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ