হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি

টঙ্গী: গাজীপুর মহানগরীর পুবাইলে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নির্যাতিতা নারীর মামলার প্রেক্ষিতে আজ বুধবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতা ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত আল আমিন পেশায় একজন কবিরাজ। তিনি পুবাইলের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, দুই সন্তানের জননী ওই নারী তালাকপ্রাপ্তা ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সন্তান না হওয়ায় দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় স্বামীকে ফিরিয়ে আনতে স্থানীয় কবিরাজ আল আমিনের কাছে যান তিনি। স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে ধর্ষণ করেন কবিরাজ আল আমিন। এ সময় ধর্ষণের ভিডিও গোপনে ধারণ করে রাখা হয়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা বলে কয়েকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন আল আমিন। ঘটনার কয়েক মাস পর থানায় গিয়ে মামলা করেন নির্যাতিতা ওই নারী।

নির্যাতনের শিকার ওই নারী বলেন, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।   

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ধর্ষণের শিকার নারীর মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা