হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরছালিন মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুরছালিন মামুনের বাড়ি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে। তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তার মুরছালিন মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কলেজছাত্র ফরিদ হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ 

উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দীন বলেন, ‘মুরছালিন মামুন উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।’ 

নিহত কলেজছাত্র মো. ফরিদ (২২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

গত ২১ মে রাতে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে উপজেলার টেপিরবাড়ি গ্রামের নোমান গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠানের সামনে দুই পক্ষের গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে কলেজছাত্র ফরিদ মারা যান। এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বাদী হয়ে ২৭ জনের নামে মামলা দায়ের করেন।

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার