হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বাগমারা কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু মো. তাহমিদ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে কলেজ পাড়া এলাকায় একটি বাড়িতে থাকত। তার বাবা একটি মাদ্রাসার মুহতামিম। 

শিশুর স্বজনদের বরাতে প্রতিবেশী সোহাগ জানায়, বেলা ১১টার দিকে বড় বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল তাহমিদ। শিশুর মা এ সময় রান্নার কাজ করছিলেন। কিছুক্ষণ পর শিশুটির সারা শব্দ না পেয়ে তিনি আশপাশে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই জুয়েল মিয়ার জমির গর্তে জমে থাকা পানিতে শিশুর মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই শিশুটিকে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘শিশু মৃত্যুর বিষয়টি কেউ থানায় জানায়নি। খোঁজ নিয়ে পরে জানাতে পারব। এছাড়াও পরিবারের কেউ আবেদন করলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০