হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর, প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার আঞ্চলিক সড়কে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জোবায়ের নামে একজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলেজছাত্র সাজিন (১৪) সদর উপজেলার শিরিরচালা গ্রামের মো. আতিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, মোটরসাইকেলযোগে দুপুরের দিকে সদর উপজেলার সিংড়াতলী গ্রামের পাকা সড়ক ধরে যাচ্ছিলো তিন বন্ধু। মোটরসাইকেলের গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহতাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ