হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর, প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার আঞ্চলিক সড়কে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জোবায়ের নামে একজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলেজছাত্র সাজিন (১৪) সদর উপজেলার শিরিরচালা গ্রামের মো. আতিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, মোটরসাইকেলযোগে দুপুরের দিকে সদর উপজেলার সিংড়াতলী গ্রামের পাকা সড়ক ধরে যাচ্ছিলো তিন বন্ধু। মোটরসাইকেলের গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহতাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব