হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর, প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার আঞ্চলিক সড়কে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জোবায়ের নামে একজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলেজছাত্র সাজিন (১৪) সদর উপজেলার শিরিরচালা গ্রামের মো. আতিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, মোটরসাইকেলযোগে দুপুরের দিকে সদর উপজেলার সিংড়াতলী গ্রামের পাকা সড়ক ধরে যাচ্ছিলো তিন বন্ধু। মোটরসাইকেলের গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহতাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন