হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানায় দেওয়া আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এবিএম ফ্যাশন লিমিটেড নামে কারখানায় দেওয়া আগুনে পুড়ে এক শ্রমিক মারা গেছেন। আগুনে পুড়ে যাওয়ায় মরদেহ নারীর না পুরুষের তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। 

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আগুন দেয় বিক্ষুদ্ধ শ্রমিকেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিং করার সময় কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া একটি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। তবে পুড়ে যাওয়া ওই মরদেহ নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। তাই তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।’ 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা বেলা সোয়া ৫টার দিকে কোনাবাড়ির এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আগুন দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৯টার দিকে শ্রমিকদের দেওয়া কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

জানা গেছে, শ্রমিক আন্দোলন দমনে পুলিশের হামলায় শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার পাশে অবস্থিত এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।  তারা কারখানার গেট ভেঙে উত্তেজিত হয়ে ভেতরে প্রবেশ করে কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা