হোম > সারা দেশ > গাজীপুর

এক ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেল স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, যমুনা ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ৮টার দিকে ছোট দেওড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এ সময় জয়দেবপুর স্টেশনে একতা ট্রেন, রাজশাহী অভিমুখী ধূমকেতু ধীরাশ্রমে, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা টঙ্গীতে এবং আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

রেজাউল করিম আরও বলেন, পরে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকাগামী তুরাগ ট্রেনের ইঞ্জিন দিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় জয়দেবপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আউটার সিগন্যালে ইঞ্জিন বিকল হয়ে জয়দেবপুর ও ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি ছোট দেওড়া এলাকায় থেমে যায়। এতে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত