হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসচাপায় নারী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের চালকের সহকারী লোকমানকে (৪৫) আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ওই নারীর নাম ফরিদা ইয়াসমিন (৬৫)। তিনি টঙ্গীর ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী। 

পুলিশ জানায়, আজ দুপুরে গাজীপুরা তামীরুল মিল্লাত মাদ্রাসা ছুটি শেষে নাতনি আশরাকে নিয়ে টঙ্গীর ভরান এলাকার বাসায় ফিরতে গাজীপুরা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় করছিলেন ফরিদা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে (পূর্ব পাশে) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহন নামক একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে শিশু আশরার কোনো ক্ষতি হয়নি দুর্ঘটনায়। 

পুলিশ আরও জানায়, স্থানীয়রা পুলিশে খবর পাঠালে থানার উপপরিদর্শক আরফান আলী নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে টঙ্গীর চোরাগ আলী এলাকা থেকে সোনার বাংলা পরিবহনের ওই বাসটি জব্দ করে পুলিশ। তখন চালকের সহকারীকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবারের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হতে পারে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ