হোম > সারা দেশ > গাজীপুর

‘ঋণের চাপে হতাশাগ্রস্ত’ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ইসনুস আলী (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

ইসনুস আলী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। তা ছাড়া ঋণ পরিশোধ না করায় তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ইউনুস আলী বরিশালের কাজিরহাট উপজেলার আজিমপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শ্রীপুরে নিজমাওনা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ইউনুস আলী অনেকের কাছ থেকে সুদে টাকা নিয়ে বড় অঙ্কের ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। ঋণ পরিশোধ করতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মিন্টু মোল্লাহ আরও বলেন, গতকাল রোববার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ