হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে ও বাঁশের লাঠি হাতে নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালের এই বিক্ষোভের সময় এক ঘণ্টার মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে ওই কর্মসূচি পালন করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীর রাজপথে রয়েছেন। বিএনপি আজ আর গ্রেপ্তার ও মিথ্যা মামলায় ভয় করে না। এত অত্যাচার-নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ