হোম > সারা দেশ > গাজীপুর

ওএমএসের ৭ বস্তা চাল টয়লেট থেকে উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ বস্তা চাল একটি মন্দিরের অব্যবহৃত টয়লেট থেকে উদ্ধার করেছে। আজ সোমবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকার সারা দেশের বাজার নিয়ন্ত্রণ রাখতে ৩০ টাকা কেজি দরের (ওএমএস) চাল বিক্রির কর্মসূচি গ্রহণ কর। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কালিয়াকৈর পৌরসভায় ১০ জন ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। এদের মধ্যে অসাধু কিছু ডিলাররা অতিরিক্ত মুনাফার লক্ষ্যে খোলা বাজারের চাল গোপনভাবে মজুত রাখে। পরে সুযোগ বুঝে বেশি দামে বাজারে বিক্রি করার জন্য।

কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচান্দরা এলাকায় মন্দিরের একটি পরিত্যক্ত টয়লেটে সরকারি চাল দেখতে পান এলাকাবাসী। এমন খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মন্দিরের পরিত্যক্ত টয়লেট থেকে ৭ বস্তা খোলা বাজারের চাল উদ্ধার করা হয়েছে। পরে ওই চালগুলো উপজেলা খাদ্য গুদামে নেওয়া হয়। 

ওই চালের বস্তাগুলো স্থানীয় ডিলার মাহফুজুর রহমানের বলে শনাক্ত করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। 

চাল উদ্ধারের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে খাদ্য উন্নয়ন কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০