হোম > সারা দেশ > গাজীপুর

‘শারীরিক সম্পর্ক থেকে গর্ভপাত’: পুলিশ পরিদর্শককে বিয়ের জন্য গাজীপুরে ঘুরছেন গাইবান্ধার নারী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিয়ে না করে গাজীপুরের টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী সঙ্গে বসবাস করছিলেন পুলিশ কর্মকর্তা মো. আলী আজম। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগে পরিদর্শক পদে কর্মরত আছেন। গত কয়েক দিন ধরে ওই নারী বিয়ের জন্য চাপ দেন আলী আজমকে। কিন্তু আলী আজম বিয়ে করতে রাজি না হলে ওই নারী বিষয়টি মৌখিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলমগীর হোসেনের কাছে অভিযোগ দেন। 

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে গাইবান্ধায় কর্মরত ছিলেন পুলিশ কর্মকর্তা আলী আজম। এ সময় পরিচয় হয় ওই নারীর সঙ্গে। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন তারা। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত করান। 

এরই মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হন আলী আজম। পরে ওই নারীকে সঙ্গে নিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা। গত কয়েকদিন যাবত ওই নারী বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন আলী আজম। এখন ওই নারী আলী আজমকে বিয়ে করা জন্য বিভিন্ন স্থানে ঘুরছেন। 

ভুক্তভোগী নারী বলেন, ‘গাইবান্ধা জেলায় আমার নানির একটি হোটেল আছে। আলী আজম ওই হোটেলে খেতে আসতেন। পরিচয়ের পর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন তিনি। এরই একপর্যায়ে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে একটি হাসপাতালে নিয়ে আমার গর্ভপাত করান। গত কয়েক মাস যাবৎ আমরা টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে বাস করছি। সে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এখন আলী আজম আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আজ সোমবার ট্রাফিক পুলিশের উপকমিশনারের কার্যালয়ে গিয়ে ধর্ষণের মৌখিক অভিযোগ দিয়েছি।’ 

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আলী আজম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। বিষয়টি আগে সমাধান করি। ওই মেয়ে এখন ধর্ষণের অভিযোগ করছে না।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন বলেন, ‘ওই নারীর মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই