গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় আমির হোসেন (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
শুরায়ি নিজামের (জুবায়ের অনুসারী) ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সোমবার রাত ১১টায় দিকে আমির হোসেন নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উমেদ আলী শেখের ছেলে।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, আজ মঙ্গলবার ফজরের নামাজের পর ময়দানে জানাজার নামাজ আদায় করা হয়েছে। পরে তাঁর লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপের ইজতেমায় এ নিয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।