হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে প্রাইভেট কারে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার টঙ্গীর মন্নুগেট এলাকার সিডিএল ভবনের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকামুখী একটি চলন্ত প্রাইভেট কারে (নোহা) আগুনের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো চ ১৫-৫৭৫৭) পাঁচজন আরোহী ও চালক ছিলেন। তবে প্রাইভেট কারে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পর জানা যাবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গাড়িটির ৮০ শতাংশ পুড়ে গেছে। গাড়ির মালিকানার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

স্থানীয় লোকজন বলেন, হঠাৎ চলন্ত প্রাইভেট কারটিতে আগুন লাগে। এ সময় গাড়িতে থাকা প্রাইভেট কারের চালক ও আরোহীরা গাড়ি থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যাওয়া গাড়িটি থানায় নিয়ে আসে পুলিশ। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ