গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান ছয় মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদন নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠও আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারোয়ার হোসেন।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাহাঙ্গীর আলমের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন আইনজীবী একরামুল হক টুটুল। গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে তিনি এই রিট আবেদন করেন।
২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। পরে তাঁকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও আওয়ামী লীগ সম্প্রতি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।