হোম > সারা দেশ > গাজীপুর

বাগানের ভেতর ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

গাজীপুরের শ্রীপুরে বাড়ির দুই কিলোমিটার দূরের বাগানের একটি গাছ থেকে হাবিবুল বাসার প্রধান (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত হাবিবুল বাসার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খাইরুল প্রধানের ছেলে। তিনি কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন। 

নিহতের বাবা খায়রুল প্রধান জানান, হাবিবুল কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করত। প্রতিদিন রাতেই ব্যবসা শেষে বাড়ি ফিরে আসত। কিন্তু গত রাতে বাড়ি না আসায় বাড়ি থেকে বাজারে গিয়ে দেখি দোকান খোলা রয়েছে। এরপর মধ্যে রাত পর্যন্ত খোঁজেও কোন সন্ধান পায়নি ছেলের। 

নিহতের ভাই আল আমিন জানান, গত কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল। এর জেরে দুই সন্তান নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। কোনো একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হচ্ছিল তাদের পরিবারে। 

শ্রীপুর মডেল থানার এসআই কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’ 

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার