হোম > সারা দেশ > গাজীপুর

আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মাঘের সকালে কনকনে শীত আর বাতাস উপেক্ষা করে ইজতেমার মাঠে অবস্থান করছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা। 

ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে উর্দুতে বয়ান দেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। বাংলায় এর তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। 

মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল ১০টা পর্যন্ত আমবয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হবে। এরপর ‘খিত্তায় খিত্তায়’ শুরু হবে বয়ান ও জিকির-আসকার। বয়ান চলাকালে ময়দান থেকে সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছে। 

আজ দুপুর দেড়টায় তুরাগতীরে সর্ববৃহৎ জুমার জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা যোবায়ের। 

সকাল থেকেই জুমার নামাজে অংশ নিতে টঙ্গী ও এর পার্শ্ববর্তী এলাকার কয়েক লাখ মুসল্লি ময়দানের চারপাশে সমবেত হয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ময়দান ও আশপাশের সড়কে কাদা জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। 

যোবায়েরপন্থী ইসলাম আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘গত বুধবার থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিরা ময়দানে আসতে থাকবেন। আজ প্রায় ৬ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি