হোম > সারা দেশ > গাজীপুর

ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদ নগর দুই নম্বর ব্লকে এক সংবাদ সম্মেলন একথা বলেন নির্যাতনের শিকার কিশোরী মা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে টঙ্গীর লেদু মোল্লা রোড এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গীর এরশাদ নগর এলাকায় চার নম্বর ব্লকের বাসিন্দা সাব্বিরকে অভিযুক্ত করে পরদিন থানায় মামলা দায়ের করে কিশোরীর পরিবার। পরে সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। 

এতেই ক্ষিপ্ত হয় সাব্বিরের বড় ভাই শামীম, শাহিন ও শাহিনুর প্রতিনিয়তই মামলাটি তুলে নিতে আমার মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে আসছে। 

তবে এ বিষয়ে জানতে ফোন দিলে সাব্বিরের বড় ভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার