হোম > সারা দেশ > গাজীপুর

মসজিদ কমিটির দখল নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৮

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির সহযোগী দুটি সংগঠনের দুই নেতার মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের আগে মসজিদের ভেতরেই দুই পক্ষ হাতাহাতি ও কিল-ঘুষিতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি কমিটি ঘোষণার জেরে উত্তেজনা চরমে পৌঁছে।

সংঘর্ষে আহতদের মধ্যে হুমায়ুন ব্যাপারী এবং অনিক গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় মুসল্লি তাইজুদ্দিন জানান, মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হলেও তা অপরপক্ষ মেনে নেয়নি।

আজ শুক্রবার জুমার নামাজের আগে নতুন কমিটির সভাপতি দাবি করে বক্তব্য দেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন। তিনি মুসল্লিদের সহযোগিতা কামনা করেন। এ সময় অপরপক্ষ শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারী দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দেন। তিনি দাবি করেন, দাতা পরিবারের সদস্যদের সম্মতিতে তাঁদের পক্ষ থেকে তালেব হোসেনকে সভাপতি এবং তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এই বক্তব্য চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। মসজিদের ভেতরেই কিল-ঘুষি, পাঞ্জাবি ছেঁড়াসহ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সংঘর্ষে মামুন ব্যাপারীর বড় ভাই হুমায়ুন ব্যাপারীসহ তার পক্ষের তিনজন আহত হন। অন্যদিকে, এনামুল হক খোকনের পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত তার ছেলে অনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামুন ব্যাপারী বলেন, ‘আমরা দাতা পরিবারের সদস্য। আমাদের অজান্তে তারা মসজিদ-মাদ্রাসার কমিটি করেছে। আজ আমরা সর্বসম্মতিক্রমে আমাদের কমিটি ঘোষণা করেছি। সংঘর্ষে আমার ভাইসহ তিনজন আহত হয়েছেন।’

অপরদিকে এনামুল হক খোকন বলেন, ‘১৬ নভেম্বর সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে। জুমার নামাজের আগে পরিচিতি বক্তব্য দিলে প্রতিপক্ষ হট্টগোল করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। সংঘর্ষে আমার পক্ষের পাঁচজন আহত হয়েছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে এমন সংঘর্ষে স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত এই বিরোধ মেটানোর দাবি জানিয়েছেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি