হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তেজিত পরিস্থিতি। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার বর্জিত মালপত্র কেনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎আজ শনিবার বেলা দেড়টার দিকে টঙ্গীতে স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎জানা গেছে, আজ দুপুরে ওই কারখানার বর্জিত মাল কিনে নিতে যান গাজীপুর মহানগরীর (গাসিক) ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন। এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আল মামুনের বহু সমর্থক কারখানার ভেতরে যান। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেল। ছবি: আজকের পত্রিকা

কাজী হুমায়ুন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের মধ্যে চুক্তিপত্রের (ডিড) মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালপত্র কিনে নিচ্ছি। আজ দুপুরে আমি কারখানায় যাই। পরে আল-মামুন, কাজী মামুন, জসিম উদ্দিন, তুহিন, আদনানসহ তাঁদের শতাধিক সমর্থক কারখানার গেটে এসে গালাগাল করে কারখানার ভেতরে ঢোকে। পরে আমার লোকজন ধাওয়া দিলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আল মামুনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ‎টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার