হোম > সারা দেশ > গাজীপুর

পেট্রল ও ধারালো অস্ত্রসহ জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার: পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পেট্রল ও ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মী।

আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলামিন (২২), ইমরান হোসেন (২১), আশরাফুল আলম (৩১), রাকিব হোসাইন (২৪), রাশেদুল ইসলাম (২৫), আব্দুল্লাহ আল বাকী আলামিন সরকার আদর (২৩), ফারুক (১৮), রাসেল (২১), বিশাল সরকার (২৩), আলো ইমরান হাসান (২০) ও হোসেন (২১)।

ওসি শাহ আলম বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা নাশকতা করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আউচপাড়া এলাকায় অবস্থান করছে এমন খবর পায় পুলিশ। পরে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছে থাকা দুই লিটার পেট্রল, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানোর হয়েছে।

এ বিষয়ে জানতে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার জামায়াতের আমির (সভাপতি) মো. শাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি