হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে আগুন, থানায় অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর–২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পোস্টারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, গত কয়েক দিন আগে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর দত্তপাড়া এলাকার বর্ণমালা ধূমকেতু স্কুলকেন্দ্রের সামনে পোস্টার লাগায় ঈগল প্রতীকের কর্মীরা। বুধবার রাতে ঈগল প্রতীকের পোস্টারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় আশপাশে থাকা আরেও কিছু পোস্টার ছিঁড়ে এক সঙ্গে করে আগুন দিয়ে পোড়ানো হয়। পরে বিষয়টি অভিযোগ আকারে দাখিল করা হয়। 

এতে আরও বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এরশাদ নগর এলাকায় ঈগল প্রতীকের প্রচারণায় হামলা করে নৌকা সমর্থকেরা। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচনী অনিয়ম অনুসন্ধান কমিটির কাছে পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে। বাদীর সন্দেহ নৌকা প্রতীকের লোকজন পোস্টারে আগুন ধরিয়ে থাকতে পারে। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বারবার আমার প্রচারণার ওপর হামলা করা হচ্ছে। আমি ও আমার কর্মীদের নিরাপত্তা চাই।’ 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত