হোম > সারা দেশ > গাজীপুর

বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, এমারত হোসেনের বাড়িতে একটি আধাপাকা টিনশেড ঘর ও পুরোনো মাটির ঘর ছিল। ওই টিনশেড ঘরে এমারতের ছেলে তাঁর পরিবার নিয়ে থাকতেন। আর মাটির ঘরে এমারত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শব্দ পেয়ে এমারতের ছেলের ঘুম ভাঙে। বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়ালঘর দেখে কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় ঘুম থেকে উঠে দেখেন মাটির ঘরের পেছনের অংশ ধসে পড়েছে। সেখানে চাপা পড়া মা-বাবা। 

ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, টানা বর্ষণের কারণে ঘরের দেয়াল নরম হয়ে যাওয়ায় দেয়ালের ভেতরের দিকে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।

সরকারিভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার