হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রাজেন্দ্রপুরে মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে বন বিভাগের কর্মকর্তারা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় আজ মঙ্গলবার সকালে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পাশেই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগে খবর দেয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।’

রুবিয়া ইসলাম বলেন, সেখানে গিয়ে দেখা যায়, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো কেউ উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবেন। তারপর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা ধারণা করছি, অন্য কোথাও মারা গেলে হাতিটি এখানে ফেলে রাখা হয়। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হচ্ছে এটি ব্যক্তিমালিকানাধীন হাতি।

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার