হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাককর্মীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক পোশাককর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার চান্দু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

ওই নারীর নাম আরজিনা এলাইচ লিজা (৩০)। তিনি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুদ রানা। মাসুদ রানা একই থানা এলাকার সুপু মিয়ার ছেলে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, লিজার স্বামী মো. মাসুদ রানা পেশায় রংমিস্ত্রি। লিজা কোনাবাড়ী এলাকার তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার ভোরে গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ঘরে গিয়ে লিজাকে রক্তাক্ত অবস্থায় পায়। 

পরে তাঁকে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লিজাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লিজার স্বামী মাসুদ পলাতক রয়েছেন।

ওসি আরও জানান, মাসুদ রংমিস্ত্রি হলেও কোনো কাজ করতেন না। তাঁদের দুটি সন্তান টাঙ্গাইলে নানুর কাছে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ভোরে চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বজনেরা আভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত