হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে যাত্রী ছাউনি নির্মাণের সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই শ্রমিকের নাম মিজানুর রহমান (৩১)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা শহীদ মিয়ার ছেলে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

পুলিশ জানায়, মিজানুর রহমান একজন নির্মাণ শ্রমিক। তিনি টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের কাজ করতেন। মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে মিজানুর ওই যাত্রী ছাউনির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত কাজ করতে গিয়ে নিয়ে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা