হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারীকে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেলেন চালক, বাসে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের পর উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় দুজনকে চাপা দেয়। একজন নারী বাসের পেছনে আটকে যান। ওই অবস্থায় নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। 

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান, বাস চাপায় এক নারী নিহতের ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে আটক করে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার ও আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ