হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ভোটকেন্দ্র পরিদর্শনে ভারতীয় প্রতিনিধিদল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে টঙ্গীর বিসিক এলাকার শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দলটি। এ সময় ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে থাকা এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলে ছিলেন ভারত প্রেসক্লাবের সভাপতি গৌতম লেহেরী, ভারত সরকারের সাবেক আমলা অমিতাভ রায়, সাংবাদিক ড. সুরেষ চন্দ্র শুকলা ও ইন্ডিয়া টুডের সম্পাদক এস ভেঙ্কট নারায়ণ।

টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন ভারতীয় পর্যবেক্ষক আমাদের এই কেন্দ্রে এসেছিলেন। তাঁরা ভোটকেন্দ্রে থাকা প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা ভোটারদের উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।’

এর আগে প্রতিনিধিদলটি টঙ্গী কলেজ গেট এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্র ও চেরাগআলী এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে।

প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ‘মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোটের শতাংশ হিসেবে হয়তো এখনো আশানুরূপ হয়নি, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা যে কয়টা কেন্দ্রে ঘুরেছি, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নেই। প্রিসাইডিং কর্মকর্তারা, এজেন্ট ও রাজনৈতিক দলের কোনো প্রার্থী কোনো অভিযোগ করেননি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের যে কথা বলেছিলেন, সে মোতাবেক হচ্ছে। এখনো সময় বাকি আছে, সে সময়টুকুতে ভোটের শতাংশের হার আরও বাড়তে পারে।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত