হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর তাঁকে মেয়র পদ থেকেও সরানোর আলোচনা চলছে। এর মাঝেই এই সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে সরকার। 

স্থানীয় সরকার বিভাগ আজ বৃহস্পতিবার তিন সদস্যের এ প্যানেল মেয়র গঠন করে দিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ তিনজনের নাম জানায়নি মন্ত্রণালয়। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। 

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মেয়র দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা থেকে প্যানেল মেয়র গঠনের নিয়ম থাকলেও এতদিনেও গাজীপুর সিটি করপোরেশনে প্যানেল মেয়র গঠন করা হয়নি। 

কোনো সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্ত বা অপসারণ করা হলে প্যানেল মেয়রদের মধ্যে জ্যেষ্ঠ সদস্য মেয়রের দায়িত্ব পালন করেন। মেয়র দেশের বাইরে ছুটিতে গেলেও প্যানেল মেয়রদের মধ্যে জ্যেষ্ঠ সদস্য মেয়রের দায়িত্বে থাকেন। 

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, মেয়রের পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত বা অপসারণ করা হলে এরপর সিটি করপোরেশনের কার্যক্রম ঠিকভাবে চালিয়ে নিতে প্যানেল মেয়র গঠন করা হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতে মেয়র জাহাঙ্গীর পদত্যাগ করলেও যাতে সিটি করপোরেশনের কাজে কোনো সমস্যা না হয় সে জন্য প্যানেল মেয়র গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারি করে প্যানেল মেয়রদের নাম জানিয়ে দেওয়া হবে। 

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে জিতে ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হন জাহাঙ্গীর। বঙ্গবন্ধু ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত ১৯ নভেম্বর তাঁকে বহিষ্কার করে আওয়ামী লীগ। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি