হোম > সারা দেশ > গাজীপুর

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। 

শিক্ষার্থীরা জানান, আগামী মে মাসে তাঁদের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে এক দিনের বন্ধ রয়েছে। এই রুটিন তাঁরা মেনে নেননি। প্রতিটি পরীক্ষার মধ্যে ২-৩ দিন বিরতি চান। দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে, না হলে পরে আরও বড় কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তাঁরা। 

আমিনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই, প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন ছুটি দেওয়া হোক।’ 

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, ‘পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।’ 

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ৬ জুন পর্যন্ত চলবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি