হোম > সারা দেশ > গাজীপুর

পূবাইলে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত, আহত ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যান চাপায় আলিমুজ্জান (৩৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মাঝুখান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় হোটেল মালিকসহ আরও ৫ জন আহত হন। 

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইনসে পণ্য খালাসের কাজ করতেন। 

আহতরা হলেন-হোটেল মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) ও কাশেম (৫০)। 

স্থানীয়রা বলেন, মীরের বাজার থেকে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান মাঝুখান বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাভার্ডভ্যানটি কয়েক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে ফল ও খাবারের হোটেলে ঢুকে পড়ে। এতে ৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আলিমুজ্জামানকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। 

পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ সময় চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ