হোম > সারা দেশ > গাজীপুর

নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে গেলেন বৃদ্ধ

গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাতির কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এক বৃদ্ধ। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর-৩ আসনের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি উচ্চবিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে যান ৯০ বছর বয়সী আব্দুল জব্বার। 

নাতি মো. মহসিন কবির বলেন, ‘দাদা গতকাল থেকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমাকে গতকাল রাতেই বলছেন তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। দাদার ইচ্ছে শেষবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তাই নিয়ে আসছি। কেন্দ্রে এসে অবশ্য নিজের পায়ে দাঁড়িয়েই ভোট দিতে পারছেন।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা (পৌরসভাসহ) ও গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪২৭। এর মধ্যে শ্রীপুর উপজেলার মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ২৫১ জন এবং সদরের ৩টি ইউনিয়নে ভোটার ১ লাখ ২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮০টি ও বুথসংখ্যা ১ হাজার ৬৮। 

নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য। এ ছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার কাজ করছে।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য