হোম > সারা দেশ > গাজীপুর

শীতলক্ষ্যায় জেগে ওঠা চর থেকে অবৈধ দখল উচ্ছেদ, দোকানপাট ভেঙে দিল প্রশাসন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

অবৈধ দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে জেগে ওঠা চরের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আকতার হোসেন খান এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যায় জেগে ওঠা চর দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদী তার সৌন্দর্য ফিরে পেয়েছে।

স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘একটি প্রভাবশালী চক্র নদীর চর দখল করে দোকানপাট তুলেছিল। এতে নদীর পরিবেশ ও নান্দনিকতা নষ্ট হচ্ছিল। এখন নদী ও চরের পুরোনো সৌন্দর্য কিছুটা হলেও ফিরে এসেছে।’

নদী রক্ষা সংগঠন ‘নদী পরিব্রাজক দল’-এর শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘চর দখলের বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছিল। আজ উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হওয়ায় আমরা সন্তুষ্ট।’

অবৈধ দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শীতলক্ষ্যার চরের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার ও জনসাধারণের সম্পত্তিতে কেউ অবৈধভাবে দখল করে স্থাপনা গড়তে পারবে না। অভিযান চালাতে গেলে জবরদখলকারীরা পালিয়ে যায়।’

এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি