হোম > সারা দেশ > গাজীপুর

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় তাবলিগের দুই পক্ষের বৈঠক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ইজতেমার আয়োজক কমিটির দুই পক্ষের শীর্ষ মরুব্বিদের নিয়ে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

আজ শুক্রবার রাত ১০টার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে এ বৈঠকের আয়োজন করা হয়। 

বৈঠকের প্রথম অংশে নিজামুদ্দীন মার্কাজের মাওলানা সাদের অনুসারীরা যোগ দিয়েছেন। আর দ্বিতীয় পর্বে বৈঠকে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। 

বৈঠকে উপস্থিত রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ দক্ষিণ মাহবুব উজ জামান, সহকারী উপকমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ও শাহ আলম। 

সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি মাওলানা আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মুরুব্বিরা বৈঠকে বসেছিলেন। আমাদের দাবিগুলো উত্থাপন করা হয়েছে। আগামী বছর ইজতেমায় আমরা প্রথম পর্বে অংশ নেওয়ার অনুমতি চেয়েছি।’ 

জুবায়েরপন্থীদের গণমাধ্যমের দায়িত্বে থাকা জহির ইবনে মুসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অপেক্ষায় আছি। ভেতরে আমাদের ভাইয়েরা (সাদপন্থী) বৈঠকে আছেন। তারপর আমরা বাস ভবনের ভেতরে যাব।’ 

তবে এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমকে কিছু জানাননি। 

উল্লেখ্য, আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্বে কোন পক্ষ ইজতেমা আয়োজন করবে, সে বিষয়ে দুই পক্ষের মতামত গ্রহণ করা হয়েছে। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি