হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: দুই বন্ধুর লাশ উদ্ধার, নিখোঁজ আরেকজন

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। নিখোঁজ রয়েছে কালিয়াকৈরের সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার থেকে একদল ডুবুরি ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মারা যাওয়া রফিকুলের চাচা ফারুক হোসেন বলেন, ‘আমার ভাতিজা খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে আমরা খবর পাই সে বিলের পানিতে ডুবে মারা গেছে। ওর শোকে আমার ভাই-ভাবিসহ পরিবারের সবাই পাগল হয়ে যাচ্ছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন জানান, এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গতকাল শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে আসে। পরে বিকেলে সে ও তার খালাতো ভাই শিমুল, মেহেদী, সাকিব হোসেন ও আরাফাত হোসেন পাঁচ বন্ধু মিলে উপজেলার ঐতিহ্যবাহী মকস বিলে নিজেদের একটি ছোট নৌকা নিয়ে বেড়াতে বের হয়। একপর্যায়ে প্রচণ্ড বাতাসে নৌকা ডুবে যায়। দুই বন্ধুকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও তিনজন তলিয়ে যায়।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য