হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু ২, আহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৩টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার শুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে। 

পুলিশ মরদেহ দুইটি হাসপাতাল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম নামে অপর আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মৃতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলবাজরা গ্রামের জিল্লুর মিয়ার ছেলে জোলহাস মিয়া (২৫) ও  নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সায়েম (২৫)। তাঁরা টঙ্গীর মোক্তার বাড়ি এলাকার পৃথক দুইটি ভাড়া বাড়িতে বাস করতেন।

স্থানীয়রা বলেন, বুধবার বিকেলে ওই এলাকার হারুন মিয়া একটি দোতলা ভবনের থাকা একটি দোকানের সাইন বোর্ড অপসারণের কাজ করছিলেন দোকান মালিক সায়েম,জোলহাস ও শফিকুল। এ সময় কাজ করতে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ভবনটির দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোলহাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সায়েমকে চিকিৎসা দেওয়া হলে বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, জোলহাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব