হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে ১০ জনসহ ৪১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ ৪১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সোমবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ ও মোকলেছুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া ৫৭টি ওয়ার্ড থেকে সাধারণ ওয়ার্ডে ৩১৬ জন, ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ২৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে পাঁচজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২