হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরের পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক হারুন অর রশিদ (৪০) ও আরোহী জাকির হোসেন (৪৫)।

হারুন অর রশিদ সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে। জাকির হোসেন একই গ্রামের মো. বারেকের ছেলে। তাঁরা দুজনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় মাসুদ রানা জানান, আজ পাশের কালিয়াকৈর উপজেলায় ফুলবাড়িয়া হাটে যেতে হারুন ও জাকির রওনা দিয়েছিলেন। তাঁদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা