হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট, জনমনে স্বস্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ থাকলেও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা রয়েছে। উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে কোনো যানজট নেই। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষজন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা, চন্দ্রা নবীনগর মহাসড়কের সফিপুর এবং কোনাবাড়ী এলাকায় কোনো রকম যানজট সৃষ্টি হয়নি। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। 

জেসমিন আক্তার নামে এক পোশাক শ্রমিক বলেন, চন্দ্রা এলাকায় যানজট নেই। চালক এবং হেলপাররা বলছেন আসার সময় খালি গাড়ি নিয়ে আসতে হবে। এ জন্য বাসগুলো দ্বিগুণ ভাড়া দাবি করছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন পদক্ষেপ নিলে যাত্রীদের জন্য ভালো হতো। 

রংপুরগামী যাত্রী আরিফ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একসময় যানজটের কারণে মানুষজনকে ভোগান্তিতে পড়তে হতো। এখন আর মহাসড়কে সেই দৃশ্য নেই। আমরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারব। 

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, মহাসড়কে যানজট নেই। তাই মানুষজন নির্বিঘ্নে চলাচল করছেন। তবে অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার