হোম > সারা দেশ > গাজীপুর

আমেরিকান প্রবাসী সেজে সাড়ে সাত লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় আমেরিকান প্রবাসী সেজে সাড়ে সাত লাখ টাকা চুরির দায়ে তানিয়া শিকদার (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা-পুলিশ গজারিয়া পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া তানিয়া শিকদার একই এলাকার মৃত হাসানের মেয়ে। তাঁর নামে ঢাকাসহ বিভিন্ন থানায় চুরি ও প্রতারণাসহ মোট ১৫টি মামলা রয়েছে। 

থানা-পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার চাঁদ ইউনিয়নের চাঁদপুর বাজারের পূর্বপাশে সবুজ মাহমুদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসবাস করেন। যার ফলে তাদের বাড়ির অনেকেই এখন আমেরিকা প্রবাসী। ঘটনার দিন বিকেলে হঠাৎ করে এক নারী আধুনিক পোশাক ও স্বর্ণালংকারে সেজেগুজে সবুজ মাহমুদের বাড়িতে যান। এবং সবুজের পরিবারকে জানায় সে আমেরিকা থেকে এসেছে। সে সবুজের সঙ্গে আমেরিকা থাকেন। 

সবুজের অনেক অনুরোধে সে এখানে বেড়াতে এসেছেন। সম্প্রতি সবুজের বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনার অবিকল বর্ণনা দিয়ে তাদের আস্থা অর্জন করেন তানিয়া। পরে সবুজের মাকে তিনি জানান সেপ্টেম্বরের ৮ তারিখে তিনি দেশে এসেছেন। আগামী তিন মাস দেশে থাকবেন। 

তানিয়া জানান সবুজ ৬ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার আগে সাড়ে সাত লাখ টাকা বাড়িতে রেখে গেছেন। ওই টাকার সঙ্গে তাঁরও কিছু টাকা আছে। এ কথা বলে তানিয়া সবুজের মায়ের কাছ থেকে কিছু টাকা নেন। সবুজের মা আলমারির ড্রয়ারে তাঁর টাকা এবং কেবিনেটের ভেতর চাবি রেখে তানিয়াকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে তানিয়া চাবি দিয়ে ড্রয়ার খুলে সাড়ে সাত লাখ টাকা নিয়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, চুরির ঘটনায় অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের হয় ১ অক্টোবর। রোববার তানিয়াকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা-পুলিশ। পুলিশ বহু দিন ধরে তাঁকে খুঁজছিল। জয়দেবপুর থানার পুলিশ গজারিয়া পাড়া এলাকা থেকে ওই প্রতারক নারীকে আটক করে। 

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট