হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় ডাকাত দল। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।

ভুক্তভোগী শহিদুল ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ এলাকার মৃত মোগরব আলী সরকারের ছেলে। তিনি পাশের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ওই প্রধান শিক্ষক গতকাল রাতে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের দরজায় কড়া নাড়ে কয়েকজন ব্যক্তি। ডাক শুনে দরজা খুলেন শহিদুল ইসলাম। কিন্তু দরজা খুলতেই সংবদ্ধ ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। তাঁদের হাত-পা বেঁধে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়। পরে তাঁদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন।

খবর পেয়ে পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থলে আসে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়ের আহম্মেদ‌ বলেন, সাবেক ওই প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে সেখানে পুলিশ পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০