হোম > সারা দেশ > গাজীপুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার মাক্কির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম শিশির মিয়া (১৬)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের মো. সফিক মিয়ার ছেলে। সে নিজ মাওনা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গুরুতর আহত দুজন হলো জাহিদ (১৬) ও রাহাদ (১৬)। আহত দুজন একই স্কুলের ছাত্র বলে জানা গেছে। 

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, আজ দুপুরের পর দুই স্কুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় শিশির। বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ছিটকে পড়ে তিনজন। এ সময় ছিটকে পড়ে অপর আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয় শিশির। গুরুতর অবস্থায় তাকে নিজ মাওনা বাজারের নিয়ে আসলে তার মৃত্যু হয়। অপর দুই আহত ছাত্রকে মাওনা লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

মাওনা লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার আবুল হুসাইন বলেন, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

 

 

 

 

 

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০